ছবিতে যে খবরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আকাশ ফুরে বের হয় নাই। আমরা প্রতিদিন যে সংবাদমাধ্যম পাঠ করি সেখানেই এ খরবগুলো নিয়মিত আসে। খবরগুলো বেশ পুরানোও নয়, গত ৬ মাসের মধ্যে দেশে ঘটে যাওয়া খরব। খবরগুলোতে কি আছে আসুন দেখি-
১) যশোরের মনিরামপুরে বাওড়ের ইজারা নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে হিন্দুরা নিজেরাই মূর্তি ভাংচুর করে প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছে। (http://bit.ly/2B29Hph)
২) রাজশাহীর তানোরে জমির বিরোধের জের ধরে নিজেরাই নিজেদের মূর্তি ভেঙ্গে প্রতিপক্ষকে দোষ দিচ্ছে হিন্দুরা। (http://bit.ly/2z1BJje)
৩) কুমিল্লায় বিয়ে নিয়ে দুই ভাইয়ের বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাঙ্গলো দূর্গা মূর্তি । (http://bit.ly/2zQRhKl)
৪) ফরিদপুরে প্রতিপক্ষ মুসলমানকে ফাঁসাতে নিজের ঘরে আগুন দিয়েছে এক হিন্দু। (http://bit.ly/2iwgxMd)
৫) নারায়ণগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন (http://bit.ly/2ivah7o)
৬) রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দু (http://bit.ly/2sm9loY)
আরেকটু পুরাতন সময়ের খবরে পাওয়া যায়-
-শেরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের মূর্তি ভেঙ্গেছে হিন্দুরা। (আইএনবি, ২৮ মে ২০১৪);
-পাংশায় (রাজবাড়ী) প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগ! (কালেরকণ্ঠ, ০৯ আগস্ট ২০১৫);
-পিরোজপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের মূর্তি ভাঙ্গার তথ্য ফাঁস। (মঠবাড়িয়া প্রতিদিন, ২৮ নভেম্বর ২০১৪);
-ভোলায় জমিজমার বিরোধের জেরে যুবলীগ নেতাকে ফাঁসিয়েছে হিন্দুরা। (লালমোহনবিডি, ২ অক্টোবর ২০১৫);
-নীলফামারিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মূর্তি ভেঙ্গেছে হিন্দুরা! (এনটিভি, ২ সেপ্টেম্বর ২০১৫);
-সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই নিজেদের মন্দির ভেঙ্গেছে হিন্দুরা। (গ্রামের কাগজ, ১ এপ্রিল ২০১৫)।
হিন্দুরা নিজেরাই মূর্তি-মন্দির-ঘরবাড়ি ভেঙ্গে ও আগুন দিয়ে মুসলমানদের ফাঁসায় এ সম্পর্কে একটি আর্টিকেল পড়তে- http://bit.ly/2zRKz6
তারমানে বিষয়টি হচ্ছে,
আওয়ামী সরকার ও মুসলিম জনগণ হিন্দুদের মূর্তি ও বাড়িঘরকে অতি সেনসেটিভ ও গুরত্বপূর্ণ হিসেবে ট্রিট করছে, আর সেই সুযোগটি নেয়া শুরু করেছে হিন্দু সম্প্রদায়। তারা নিজেরাই নিজেদের মূর্তি আর বাড়িঘর ভেঙ্গে মুসলমানদের দোষারোপ করছে, মুসলমানদের গুলি করে হত্যা করছে, মুসলমানদের জেলে পুরছে। পাশাপাশি ১ হাজার টাকার ঘর পুড়িয়ে বা মাটির মূর্তি ভেঙ্গে ১০ লক্ষ টাকার অনুদান লুটছে। ভুলে ফেপে ঢোল হচ্ছে। অর্থাৎ হিন্দু মূর্তি ভাঙ্গা আর ঘর পুরানো হিন্দুদের সফল কৌশলে পরিণত হয়েছে।
আরো সহজ ভাষায় বলতে,
মুসলিম জাতির অতি সহানুভূতি হিন্দুদেরকে মুসলিমঘাতি করে তুলেছে। এই অবস্থা থেকে বাচতে মুসলমানদের হিন্দুদের প্রতি অতিসহানুভূতি ত্যাগ করার কোন বিকল্প দেখি না।
হিন্দুদের মূর্তি-বাড়িঘর আসলে হিন্দুরাই ভাঙ্গে……..
Reviewed by news zone
on
November 20, 2017
Rating: