আমাকে জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী

প্জাতীয় পার্টির (জাপা) কেউ অর্থমন্ত্রীকে তাদের দলের ‘সাবেক মন্ত্রী’ বলে সম্বোধন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। এটা আমার অনুরোধ হবে, জাতীয় পার্টির সদস্যরা এটা ভবিষ্যতে মনে রাখবেন। যদি মনে না রাখেন তাহলে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।’

সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এ হুশিয়ারি দেন।
এর আগে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন তার বক্তব্যে অর্থমন্ত্রীকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বলে সম্বোধন করেন।

এতে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমেই আমার কিছু বলা উচিৎ। কয়েকবারই বলেছি সেটা জাতীয় পার্টির সদস্যরা সব সময় অস্বীকার করে যান। আজকেও অস্বীকার করেছেন। মি. সেলিম সাহেবও সেটা বলেছেন। আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। অনেকবার এটা বলেছি।

জেনারেল এরশাদ যখন তার সামরিক সরকারে ছিল সেই সময় মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। জাতীয় পার্টির জন্ম হওয়ার আগেই আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই।’

‘আশা করি, তারা মনে রাখবেন। যদি মনে না রাখেন, তবে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, গত বছরও সংসদে সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন, ‘আমি জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, মন্ত্রী তো দূরের কথা। এইচ এম এরশাদ ১৯৮২ সালে ঘোষণা করলেন যে, তিনি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার গঠন করেছেন।

এর দুবছর পর তিনি পার্টি গঠন করেন। পার্টির ব্যাপারে সিদ্ধান্ত চাইলে আমি পদত্যাগের কথা জানিয়ে দেই এবং পরে পদত্যাগ করি। এটা সবার জানা উচিত। ইতিহাসে আমি বোধ হয় একমাত্র মন্ত্রী, অনুষ্ঠান করে আমাকে বিদায় দেওয়া হয়। এ জন্য ধন্যবাদ এরশাদ সাহেবকে। উনি সজ্জন ব্যক্তি।’
আমাকে জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী আমাকে জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী Reviewed by news zone on June 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.