সরকারের ভেতরে এতো আতঙ্ক ও ভয় কেন: গোলাম মোর্তুজা

জান্নাতুল ফেরদৌসী: সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা বলেছেন, এমপিও ভূক্তির দাবিতে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে সমাবেশ করলে সরকারকে এতো চিন্তিত হয়ে যেতে হবে যে শিক্ষকদের নির্দয়ভাবে পুলিশ পিটিয়ে গ্রেফতার করে নিয়ে যাবে। সরকারের ভেতরে এতো আতঙ্ক ও ভয় কেন?

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ আজকের সংবাদপত্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম মোর্তুজা বলেন, শিক্ষকরা এমপিও ভূক্তির দাবিতে বহুদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে কিছু এমপিও ভূক্তি হয়েছে আবার কিছু হয়নি। সুতরাং শিক্ষকরা ঢাকায় আসবেন কর্মসূচি পালন করবেন বিক্ষোভ করবেন এটাই স্বাভাবিক ব্যাপার। এখন কয়েক হাজার শিক্ষক ঢাকায় আসলেন শহীদ মিনারে সমাবেশ করলেন। 

এই কারণে সরকারকে এতোটা চিন্তিত হয়ে যেতে হবে, এতোটা আতঙ্কিত হয়ে যেতে হবে যে শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করবে, গ্রেফতার করে কয়েক জনকে নিয়ে যাবে। সরকারের ভেতরে এতো আতঙ্ক, এতো ভয় কেন? 

কয়েকজন শিক্ষককের বিক্ষোভ মিছিল সহ্য করতে পারবেন না। বিক্ষোভের কারণে কি সরকারের পতন হয়ে যাবে। সবাইতো সরকারের পতনের আন্দোলন করে না। তারা তাদের দাবি জানাতে এসেছে।

তিনি আরো বলেন, আপনি এখন দেশের উন্নয়নের কথা বলছেন। দেশ এগিয়ে যাচ্ছে। আমি বলছি না যে শিক্ষদের দাবি পুরোপুরি মেনে নেয়া উচিত। 

এটা আলোচনা করে ঠিক করবেন কতটুকু দাবি মানা সম্ভব। কিন্তু এই জন্য আপনি শিক্ষকদের নির্দয়ভাবে পুলিশ দিয়ে পেটাবেন! যে শিক্ষকরা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রজন্ম নির্মাণ করবেন, তাদের পেটে খাবার নেই। 

তারা নিজেদের সন্তান- স্ত্রী- পরিবার নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করেন। একটু ভালো থাকার দাবি নিয়ে ঢাকায় আসেন। আর জনগণের অর্থে চলা পুলিশ দিয়ে তাদের পেটানো হয়। 

সমাজে কত বড় মানুষ, কত বড় বড় শিক্ষক- শিক্ষক নেতা, কারও হৃদয় তা স্পর্শ করে না! আসলে আমরা পৃথিবীর এক বিরল জাতি, শিক্ষা যাদের কাছে উন্নয়নের মাপকাঠি নয়। 

যে কারণে আফ্রিকার অনেক দরিদ্র দেশ, এমন কী নেপালের চেয়েও কম গুরুত্ব দেই শিক্ষায়। শিক্ষাখাতের বরাদ্দকে আমরা ‘ব্যয়’ মনে করি, ‘বিনিয়োগ’ মনে করি না।
সরকারের ভেতরে এতো আতঙ্ক ও ভয় কেন: গোলাম মোর্তুজা সরকারের ভেতরে এতো আতঙ্ক ও ভয় কেন: গোলাম মোর্তুজা Reviewed by news zone on June 14, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.