জেল থেকে কবে বের- কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইজি প্রিজন্স সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে বেগম জিয়া রাজি থাকলে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন্স বলেন, আমরা উনাকে আগামীকাল (মঙ্গলবার) সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে।
আইজি প্রিজন্স বলেন, জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।
তবে সরকার চাইলে বেসরকারি হাসপাতালে কারও চিকিৎসায় অনুমোদন দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসা ব্যয় কে বহন করবে, কীভাবে করবে, তার ফয়সালা করতে হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৫ জুন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছিলেন। এ ব্যাপারে আইজি প্রিজন্স বলেন, উনি অজ্ঞান হননি, ইমব্যালেন্সড হয়েছিলেন।
জেল থেকে কবে বের হতে পারেন খালেদা তা নিয়ে বললেন আইজি প্রিজন্স
Reviewed by news zone
on
June 12, 2018
Rating:

No comments: