সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ তার ব্যক্তিগত ফেসবুকে পেইজে একটি স্ট্যাটাস দিয়ে অভিযোগ করে লিখেছেন- ‘দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবার মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবার কে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’
রোববার রাত ৮ টার দিকে তিনি তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসটিতে আরো উল্লেখ করেন, ‘আমার প্রিয় কাপাসিয়াবাসীদের কাছে আমার অনুরোধ আপনারা কাপাসিয়া তে কোনো অপরাজনীতি হতে দিবেন না।’
‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ার পবিত্র মাটি কে নিয়ে যারা নোংরা টাকার অপরাজনীতি করছেন, এই পবিত্র মাটি কে কুলষিত করার চেষ্টা করছেন, তাদের কে সাবধান করে দিতে চাই- কান টানলে মাথা আসবে- একে একে মুখোশ উন্মোচিত হবে ।’
আ.লীগের একটি কুচক্রী মহল তাজউদ্দীন-বঙ্গবন্ধু পরিবার মধ্যে বিভেদ সৃষ্টি করছে : সোহেল তাজ
Reviewed by news zone
on
June 12, 2018
Rating:

No comments: