কিন্তু বেলা সাড়ে ১০টার দিকে বেগম জিয়া রাজি না হওয়ায় আজ তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
এদিকে সকাল থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
যে রাস্তা দিয়ে খালেদা জিয়াকে নিয়ে আসার কথা সেসব রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও র্যাব অবস্থান নেয়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব ধরনের যান চলাচল শিথিল করা হয়েছে। কারাগার এলাকায় জনসাধারণের চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
রাজি না হওয়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে না খালেদাকে
Reviewed by বার্তা কক্ষ
on
June 12, 2018
Rating:

No comments: