একজনের তিনটা-চারটা বউ সিরিয়ালে দেখানোর দরকার কী : মমতা


ভারতীয় সিনেমা এবং সিরিয়ালের কারণে সামাজিক সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘আমাদের সিনেমা ও সিরিয়ালে

আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা

করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।’ গতকাল শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার কেবল অপারেটর ও ৩০টির মতো এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা

এসব কথা বলেন। এ সময় সেখানে টলিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে পশ্চিমবঙ্গের

মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক গল্প করুন বেশি বেশি করে। এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?’ সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘একটা ছেলের বাবা নেই, বাবার

পরিচয় নেই। একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। যত খারাপ খারাপ জিনিস যারা জানে না

তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামজিক অবক্ষয় ঘটছে।’ এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও

শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা আগেকার লোক দেখলে তো আঁতকে উঠত। সবকিছু সহ্য হয়ে গেছে তাই যা রক্ষে।

আরও পড়ুন- চিকিৎসার নামে খালেদাকে বিদেশ নেয়ার পায়তারা করা হচ্ছে: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া অসুস্থ্য নন, তিনি সম্পূর্ন সুস্থ্য। যদি তিনি অসুস্থ্য হতেন তাহলে বঙ্গবন্ধু মেডিকেল ও সিএমএইচ

হাসপাতালে ভর্তি হবে না কেন? রোববার দুপুরে ভোলা জেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী

আরো বলেন, বঙ্গবন্ধু অথবা সিএমএইচ হাসপাতালে যদি খালেদা জিয়ার চিকিৎসার কোন ব্যত্যয় ঘটতো, তাহেল অন্য হাসপাতালের প্রশ্ন উঠতো । কিন্তু তিনি অন্য হাসপাতালে চিকিৎসা নিতে চান এ জন্য যে,

সেখানের তার পছন্দের চিকিৎসক রয়েছে তিনি তাকে বলে দিবেন বিদেশ ছাড়া তার কোন চিকিৎসা হবে না। সুতারাং তাকে বিদেশ নেবার জন্যই একটা পায়তারা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, একটা

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। কিন্তু বিএনপি’র কোন দাবী বাস্তব সম্মত নয়, সুতারাং তাদের দাবী-দাওয়া পরিত্যাগ

করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করা, এর বাইরে কিছু করতে গেলে তাদেরই ক্ষতি হবে। কারন তারা অতীতে নির্বাচন না করে এবং জ্বালাও পোড়াও করে ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার ভুল করলে

তারা আবারো ক্ষতিগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় জেলা আ’লীগর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একজনের তিনটা-চারটা বউ সিরিয়ালে দেখানোর দরকার কী : মমতা একজনের তিনটা-চারটা বউ সিরিয়ালে দেখানোর দরকার কী : মমতা Reviewed by বার্তা কক্ষ on June 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.