বিয়ের পরে মেয়েরা চুড়ি বা নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়?


প্রশ্ন: আমাদের সমাজে একটি প্রথার প্রচলন রয়েছে যে, মেয়েদের জন্য হাতে চুড়ি ও নাকে নাক ফুল পড়া বাধ্যতামূলক। হাতে চুড়ি ও নাকে নাক ফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়,এমন বিশ্বাস অনেকের।

আমার প্রশ্ন হলো, মেয়েরা কানে ও নাকে কি ছিদ্র করে গহনা পরতে পারবে? আর উপরের ধারণাগুলো কী সঠিক, নাকি কুসংস্কার?

উত্তর: ফিক্বাহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নে একথাই প্রমাণিত হয় যে, মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পরতে পারবে। 

কেননা কানে গহনা পরার রীতি নবী করীম (সা.) জীবিত থাকা অবস্থায়ও ছিল, তথাপি তিনি এটি নিষেধ করেননি।

প্রশ্নে উল্লিখিত ধারণাটি ভ্রান্ত, কুসংস্কার ও আল্লাহ তায়ালার কালামে পাকের বিপরীত। কারণ আল্লাহ তায়ালা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন। সে সময়ের পূর্বে বা পরে কারো মৃত্যু হবে না।

তাই ঐ সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা অপরিহার্য। [আদ-দুররুল মুখতার মাআ শামী- ৯/৬০২, ফাতওয়া হিন্দিয়া- 

৫/৩৫৭,আল-বাহরুর রায়েক- ৯/৩৭৫, আহসানুল ফাতওয়া- ৮/১৯২, ফাতওয়া মাহমুদিয়া- ২৮/৩৫] সৌজন্যে: মাসিক মুঈনুল ইসলাম

বিয়ের পরে মেয়েরা চুড়ি বা নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? বিয়ের পরে মেয়েরা চুড়ি বা নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? Reviewed by বার্তা কক্ষ on June 20, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.