দেশে ফিরেছেন আলোচিত এমপি বদি, আজ উখিয়ায় সংবর্ধনা!


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারি দলের সংসদ সদস্য আবদুর রহমান বদি ওমরাহ পালন শেষে অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে

প্রাণহানির ঘটনায় আলোচনার শীর্ষে থাকা এই এমপি অভিযানের মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করায় তাকে নিয়ে নানা আলোচনার ডালপালা মেলেছিল। আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায়


আসার কথা রয়েছে তার। সংসদ সদস্য বদির ব্যক্তিগত বিশেষ সহকারী হেলালউদ্দিন গতকাল গণমাধ্যমকে জানান, এমপি বদি সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে গত ১৭ জুন সন্ধ্যায় ঢাকার হযরত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তিনি সংসদ ভবনের নিজস্ব ফ্ল্যাটে অবস্থান নেন। সোমবার ও গতকাল বুধবার তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। আজ বৃহস্পতিবার কক্সবাজার
দেশে ফিরেছেন আলোচিত এমপি বদি, আজ উখিয়ায় সংবর্ধনা! দেশে ফিরেছেন আলোচিত এমপি বদি, আজ উখিয়ায় সংবর্ধনা! Reviewed by বার্তা কক্ষ on June 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.