বিএনপির দিল্লি সফরকে আওয়ামী লীগ কিভাবে দেখছে?

বিএনপির প্রতিনিধি দলের দিল্লি সফরকে বিএনপির আদর্শিক পরাজয় হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেছেন, বিএনপি এতদিন জনগণকে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি করে আসছিল তার পরাজয় হয়েছে।

শুধু দ্য হিন্দু নয়, বিএনপির নেতারাও ক্ষমতায় আসতে ভারতের কাছে ধর্ণা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এমনটাই মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির একজন সদস্য।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মিথ্যাচারের রাজনীতি করে আসছে বিএনপি। তারা সবসময় বলতো, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে। 

কিন্তু আওয়ামী লীগ তা কখনোই করেনি। বরং ছিটমহল সহ আরও নানা সমস্যার সমাধান বাংলাদেশ ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছে।

‌’বিএনপি এখন নিজেরাই ক্ষমতায় আসতে ভারতের কাছে ধর্ণা দিচ্ছে। এর মানে হলো- তারা এতদিন আওয়ামী লীগের বিষয়ে যা বলেছিল, তা নিতান্তই মিথ্যাচার। আসলে তাদের কোনো আদর্শিক অবস্থান নেই’, বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়তার জন্য বিএনপি নেতারা নরেন্দ্র মোদী সরকারের সাহায্য চেয়েছেন।

দিল্লির সহায়তা চাওয়া এই নেতারা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।

আমির খসরু মাহমুদ চৌধুরী দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের মানুষ চায় বৃহত্তর প্রতিবেশী ভারত যেন বাংলাদেশে একটি গঠনমূলক ভূমিকা রাখে এবং নির্বাচনে একটি মাত্র দলকে সমর্থন না করে।

এছাড়া তারেক রহমানের উপদেষ্টার বরাতে দ্য হিন্দু বলছে, তারেক রহমান ভারতের সাথে দলের যোগাযোগ বাড়াতে চান।
বিএনপির দিল্লি সফরকে আওয়ামী লীগ কিভাবে দেখছে? বিএনপির দিল্লি সফরকে আওয়ামী লীগ কিভাবে দেখছে? Reviewed by বার্তা কক্ষ on June 13, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.