ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক


ঠাকুরগাঁওয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই পশ্চিম কাশিবাড়ি গ্রাম থেকে মো. রফিক (২৭) নামে ঐ যুবলীগ নেতাকে আটক করা হয়।

আটক রফিক ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত এবং ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

ডিবি পুলিশের এসআই নূর আলম জানান, গোপন সংবাদে জানা যায় রত্নাই পশ্চিম কাশিবাড়ি এলাকায় মাদকদ্রব্য লেনদেনের প্রস্তুতি চলছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালালে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রফিককে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক Reviewed by বার্তা কক্ষ on June 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.