‘মোদি আমাকেই বিয়ে করেছেন’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ব্যাচেলর। সম্প্রতি এমনই দাবি করেছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। বুধবার আনন্দীবেনের এই মন্তব্য খারিজ করে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন।

যশোদাবেনের ভাই অশোক মোদি তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করেন। তাতে যশোদাবেন জানিয়েছেন, নরেন্দ্র মোদি ব্যাচেলর। আনন্দীবেনের এই দাবিতে আমি হতবাক।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মোদি নিজেই জানিয়েছিলেন যে তিনি বিবাহিত। এবং তাতে আমার নাম উল্লেখ ছিল।



যশোদাবেন আরও জানান, ‘গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেনের কাছ থেকে এরকম মন্তব্য একদমই প্রত্যাশিত নয়। শুধু তাই নয়, আনন্দীবেনকে আক্রমণ করে তিনি বলেন-

এরকম মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হতে পারে। আমি নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি। উনি আমার জন্য ভগবান রাম।’ সূত্র: নিউজ১৮
‘মোদি আমাকেই বিয়ে করেছেন’ ‘মোদি আমাকেই বিয়ে করেছেন’ Reviewed by বার্তা কক্ষ on June 21, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.