এবার নাসিম পুত্রের পর নিউ ইয়র্কে ১৩ মিলিয়ন ডলারে মার্কেট কিনলেন খাদ্যমন্ত্রী কামরুল! জয় মুজিব লুট


সময় শেষ। বাক্স পেটরা গোছাচ্ছে লীগ মন্ত্রী নেতারা। সামনে অনিশ্চিত ভবিষ্যত চিন্তা করে লুটেরা মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশে টাকা ইনভেস্ট করছে।

 শেখ হাসিনার খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের পালানোর প্রস্তুতি চুড়ান্ত প্রায়। সম্প্রতি আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ১৩ মিলিয়ন ডলারে বেশ কয়েকটি দোকান কিনে ফেলেছেন।

বাঙালি অধ্যুসিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ওপরে ৭৪ থেকে ৭৫ নম্বর সড়কের মধ্যবর্তী অনেকগুলি দোকান ছিল এক জুইশ মালিকের। 

এখানে রয়েছে মেঘনা গ্রোসারি, মেজবান রেস্টুরেন্ট, আফগান রেস্টুরেন্ট, কবির বেকারীর মত লাভজনক ব্যবসা। দোকানগুলির মালিক ১১ মিলিয়ন ডলারে তার প্রোপার্টি অন্যত্র বিক্রি চুড়ান্ত করে ফেলেছিল।

হঠাৎ এডভোকেট কামরুল তার এজেন্ট দিয়ে ২ মিলিয়ন ডলার বেশি হাকিয়ে কিনে নেন ঐ প্রোপার্টি, তাও নগদে। জুয়্যিশ ঐ লোকের মন্তব্য- বাঙালি এত ধনী!
এবার নাসিম পুত্রের পর নিউ ইয়র্কে ১৩ মিলিয়ন ডলারে মার্কেট কিনলেন খাদ্যমন্ত্রী কামরুল! জয় মুজিব লুট এবার নাসিম পুত্রের পর নিউ ইয়র্কে ১৩ মিলিয়ন ডলারে মার্কেট কিনলেন খাদ্যমন্ত্রী কামরুল! জয় মুজিব লুট Reviewed by বার্তা কক্ষ on June 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.