জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিনা বিচারে মানুষ হত্যা চলছে। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ওপর হচ্ছে জুলুম-নির্যাতন। এসব কারণে ঈদের আনন্দ অধরা রয়ে যায়।
শনিবার বনানী কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এরশাদ বলেন, ‘রমজানেও দেশে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে।’
বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সাবেক এই রাষ্ট্রপ্রতি রোহিঙ্গাদের ওপর পৈশাচিক নির্যাতন ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধে সোচ্চার হতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের ওপর ইসরাইলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
মুসলিম বিশ্বের ওপর নির্যাতনে ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা,
আতিকুল ইসলাম আতিক, মীর আবদুস সবুর আসুদ, আজম খান, মেজর (অব.) খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক,
সাংগঠনিক সম্পাদক ইসাহক ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, জসিম উদ্দিন ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, নির্মল দাস, হেলাল উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, ডা. সেলিমা খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল আটটায় হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সাদ এরশাদ ও এরিখ এরশাদসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।
শেখ হাসিনার জুলুম-নির্যাতনে ঈদ আনন্দ অধরা: এরশাদ
Reviewed by বার্তা কক্ষ
on
June 16, 2018
Rating:

No comments: