চিকিৎসা বিজ্ঞানে ডা জোবাইদা রহমানের আবারো বিশ্ব রেকর্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং আপোষহীন দেশনেত্রী,জনগনের নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের রুপকার বেগম খালেদা জিয়ার পুত্রবধু টগবগে তরুণ

নেতা স্মৃতি-মেদুরএক রাজনৈতিক নেতা বাংলাদেশের বর্তমান রাজনীতির সদরে-অন্দরে আলোচিত নেতা জনাব তারেক রহমানের স্ত্রী ডাং জোবায়দা রহমান চিকিৎসাশাস্ত্রে বাংলাদেশের জন্য এক রেকর্ড গড়ল

ডা. জোবায়দা রহমান ৬৬ টি দেশের ছাত্রছাত্রীদের পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে কার্ডিওলজিতে ডিস্টিংশনসহ উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।জনাব তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান

ইমপেরিয়াল ইউনিভার্সিটি অব মেডিসিন থেকে সব ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন ড. জোবায়দা মোট চার বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে (এমএসসি ইন কার্ডিওলজি) তিনি ডিস্টিংশনসহ শতকরা ৯৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

শুধু তাই নয় জনাব তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ফাস্ট হয়েছেএ কোর্সে ইউরোপীয় ইউনিয়ন (ইউই), কমনওয়েলথভুক্ত দেশ, নাইজেরিয়া, চীনসহ মোট ১৫৫টি দেশের ছাত্রছাত্রীদের মধ্যে ডা. জোবায়দা রহমান প্রথম হয়েছেন।

এখন মাটি ও মানুষকে জাগিয়ে বাংলাদেশকে আপন সম্পদে স্বয়ম্ভর করা, আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড় করানো, প্রান্তিক মানুষকে সামনে রেখে রাজনীতিকে বিকাশিত করা, গণতন্ত্রের আত্মাকে সজীব-সচল করা ড. জোবায়দা রহমানের কাজ
চিকিৎসা বিজ্ঞানে ডা জোবাইদা রহমানের আবারো বিশ্ব রেকর্ড চিকিৎসা বিজ্ঞানে ডা জোবাইদা রহমানের আবারো বিশ্ব রেকর্ড Reviewed by বার্তা কক্ষ on June 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.