রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেন। তবে আজ প্রার্থিতা চূড়ান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।
বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাক্ষাৎকার শেষে সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী পরিবর্তন ডটকমকে বলেন, ‘কেন আমাকে মনোনয়ন দিলে বিএনপির লাভ, সেটি তুলে ধরেছি। আশা করছি, মনোনয়ন পাব এবং দলের জন্য জয় উপহার দিতে সক্ষম হব।’
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন পরিবর্তন ডটকমকে বলেন, ‘সাক্ষাৎকারে আমি আমার অবস্থান তুলে ধরেছি। দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গে কাজ করে ধানের শীষের জয় তুলে আনব।’
এর আগে গতকাল বুধবার বিএনপির ১৬ নেতা ১০ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন। তবে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। তারাই মূলত এই সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন।
এই ১৫ নেতা হলেন রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল; সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন এবং বরিশাল সিটির বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
২০১৩ সালের ১৫ জুন একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক, মোসাদ্দেক হোসেন বুলবুল ও আহসান হাবীব কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে মেয়র নির্বাচিত হন।
সাক্ষাৎকার দিলেন বিএনপির ১৫ নেতা, সিদ্ধান্ত হয়নি
Reviewed by বার্তা কক্ষ
on
June 22, 2018
Rating:

No comments: