দেশনেত্রী কারাগারে থাকায় ঈদ আজ বিষাদময় : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় দেশপ্রেমী মানুষদের কাছে আজকের ঈদুল ফিতর বিষাদময় হয়ে উঠেছে।

আজ শনিবার সকালে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির কাছে এখন মূল চ্যালেঞ্জ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা দেশনেত্রীকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

কারাগারে খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকারের অবহেলার সমালোচনা করে অবিলম্বে তার মুক্তি ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ফের দাবি জানান ফখরুল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশনেত্রী কারাগারে থাকায় ঈদ আজ বিষাদময় : ফখরুল দেশনেত্রী কারাগারে থাকায় ঈদ আজ বিষাদময় : ফখরুল Reviewed by বার্তা কক্ষ on June 16, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.