বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভুয়া ভোটের মাধ্যমে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা ভুয়া জনপ্রতিনিধি। এই ভুয়া প্রতিনিধিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সংগ্রাম চালিয়ে যেতে হবে।
রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলার ১৮তম বার্ষিকীতে হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ সমাবেশ করে সিপিবি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সেলিম বলেন, ‘বর্তমান সরকার লজ্জাহীন। এই সরকার শ্রমিক ও সাধারণ মানুষের অন্ন হরণকারী সরকার। ভোট ও ভাতের লড়াই ঠিকমতো না করতে পারলে লুটেরা ধনিক শ্রেণি তাদের স্বার্থে বোমা হামলা চালাবে। প্রগতিশীল আন্দোলনগুলোকে আঘাত করবে। গুম-খুন-হত্যা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (২১ জানুয়ারি) বিকালে সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ কর্মসূচি পালন করবে সিপিবি।
নির্বাচিত এমপিদের ‘ভুয়া জনপ্রতিনিধি’ বললেন সিপিবি সভাপতি!
Reviewed by বার্তা কক্ষ
on
January 20, 2019
Rating:

No comments: