কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলখনায় শেখ হাসিনাও যে জেলখানায় যাবে না তা বলা যাবে না।’
তিনি বলেন, পুলিশের কাজ চোর ধরা পুলিশই চুরি করে-৩০ ডিসেম্বর নির্বাচন পুলিশ কি করেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে সখিপুর উপজেলার ফালু চাঁন শাহ(ফাইলা পাগলা)এর মেলায় গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ভোট দিতে গিয়ে মারা যায়, ধর্ষিত হয় আমার জীবনে দেখেনি। ফাইলা পাগলার মেলায় পাগলরা গাঁজা ভাং খায়-তাদেরকে পুলিশ ধরে আবার পুলিশকে গাঁজার ভাগ দিলে ধরে না।
তিনি বলেন, ৩০ তারিখ নির্বাচনের পূর্বে পুলিশ নিজেরাই নিজেদের গাড়ী ভাংচুর করে বড়চওনা নিয়ে যায় আবার পুলিশ বাদী হয়ে শতাধিক মানুষের নামে মামলা দায়ের করেছে। পুলিশ, সরকার নির্বাচনের দিন যা করেছে ৩/৪/৬ মাস অপেক্ষা করলেই দেখা যাবে কাকের মাংস কাকে খায়। সূত্র: ইনকিলাব।
তিনি বলেন, পুলিশের কাজ চোর ধরা পুলিশই চুরি করে-৩০ ডিসেম্বর নির্বাচন পুলিশ কি করেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে সখিপুর উপজেলার ফালু চাঁন শাহ(ফাইলা পাগলা)এর মেলায় গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ভোট দিতে গিয়ে মারা যায়, ধর্ষিত হয় আমার জীবনে দেখেনি। ফাইলা পাগলার মেলায় পাগলরা গাঁজা ভাং খায়-তাদেরকে পুলিশ ধরে আবার পুলিশকে গাঁজার ভাগ দিলে ধরে না।
তিনি বলেন, ৩০ তারিখ নির্বাচনের পূর্বে পুলিশ নিজেরাই নিজেদের গাড়ী ভাংচুর করে বড়চওনা নিয়ে যায় আবার পুলিশ বাদী হয়ে শতাধিক মানুষের নামে মামলা দায়ের করেছে। পুলিশ, সরকার নির্বাচনের দিন যা করেছে ৩/৪/৬ মাস অপেক্ষা করলেই দেখা যাবে কাকের মাংস কাকে খায়। সূত্র: ইনকিলাব।
‘শেখ হাসিনাও যে জেলখানায় যাবে না তা বলা যাবে না’
Reviewed by বার্তা কক্ষ
on
January 23, 2019
Rating:
