বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি ‘বিলুপ্ত’ করেছে বিএনপি


বিএনপির ‘বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি’র কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

গত ১৭ জানুয়ারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি স্থগিতের বিষয়টি বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্যদের অবহিত করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন স্থগিত হওয়ার কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিএনপির বৈদেশিক সম্পর্ক বিলুপ্ত সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। আগামী এক সম্পাহান্তে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। 

নতুন কমিটি গঠনের পূর্বে যদি পুরনো কমিটির কোনো সদস্য কমিটিসংক্রান্ত বিষয়ে আলোচনা করা প্রয়োজন মনে করেন, তা হলে তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি।’

স্থগিত হওয়া বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণ দেখিয়ে কয়েক মাস আগে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কমিটি পুনর্গঠনের অনুরোধ করেন। পরে তারেক রহমান কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন দলের মহাসচিবকে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা মূলত কূটনৈতিক বিষয়াবলি দেখভাল করেন। এই কমিটিতে সাবেক আমলা, রাষ্ট্রদূত, কূটনীতিক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের রাখা হয়েছে। গত কয়েক বছরে ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ সদস্যরা বয়স, সময় ও সক্ষমতার কারণে সময় দিতে পারছিলেন না।

শমসের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগের পর কমিটির হাল ধরেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। ২০১৫ সালে তিনি গ্রেফতার হওয়ার পর কমিটিতে কাজ বন্ধ করে দেন। এ

র পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানকে চেয়ারম্যান করতে চাইলে ইনাম আহমেদ চৌধুরীকে এ পদে নিয়োগের প্রস্তাব করেন রিয়াজ রহমান। সম্প্রতি ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন।

এর পরই দলের নীতি ও বৈদেশিক কাজে নতুন অগ্রগতি আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া গত এক দশক ধরে এ কমিটি দলের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো অবদান রাখতে পারেনি। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বিদেশিদের ইতিবাচক সহযোগিতা পায়নি দলটি। তাই এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উৎসঃ ‌যুগান্তর
বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি ‘বিলুপ্ত’ করেছে বিএনপি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি ‘বিলুপ্ত’ করেছে বিএনপি Reviewed by বার্তা কক্ষ on January 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.