আজ খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার চার্জ শুনানি

নাইকো দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে আজ। 

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ দিকে খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলা শুনানির কথা রয়েছে।

এদিকে মামলায় আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে শুনানি শেষ করার পর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে চার্জ শুনানি শুরুর কথা রয়েছে। মওদুদ আহমদ এর আগে একাধিক দিন শুনানি করেছেন।

২০১৬ সাল থেকে গেল বছর ৯ নভেম্বর পর্যন্ত কয়েকটি ধার্য তারিখে মামলার চার্জগঠনের শুনানি হলেও সম্প্রতি নতুন বিচারক আসায় ৩ জানুয়ারি থেকে নতুন করে চার্জগঠনের শুনানি শুরু হয়।

মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, 

ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক।

প্রসঙ্গত, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আজ খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার চার্জ শুনানি আজ খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার চার্জ শুনানি Reviewed by বার্তা কক্ষ on February 12, 2019 Rating: 5

Post Comments

Powered by Blogger.