‘দলবাজ চিকিৎসক দ্বারা বেগম জিয়ার চিকিৎসা হবে না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনাইটেড হাসপাতালে উন্নতমানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পিজি হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলছে। সেখানে তো সব দলবাজ চিকিৎসক। তাদের দ্বারা বেগম জিয়ার চিকিৎসা হবে না। সোমবার (১১ জুন) নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের তো আগেই সেখান থেকে চাকুরীচ্যুত করে বিদায় দেয়া হয়েছে। আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দ্বারা বেগম জিয়ার যথাযথ চিকিৎসা হবে না, কেননা তাদের ওপর বেগম জিয়া এবং দেশের মানুষের কোন আস্থা নেই। তারপরও সরকার জবরদস্তিমূলক বেগম জিয়াকে পিজি হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলা দূরভিসন্ধিমূলক, সুপরিকল্পিত চক্রান্ত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া পিজি হাসপাতালে চিকিৎসা নিরাপদ মনে করেন না বলেই তিনি সেখানে চিকিৎসা নিতে চাচ্ছেন না। দেশের জনগণ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চরম উৎকন্ঠিত। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারী নোংরা চাতুরীটা রীতিমত উদ্বেগ, ভয় ও বিপদের অশুভ সংকেত।
তিনি বলেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে তাচ্ছিল্য ও অবহেলা চলছে, তাতে আশঙ্কা হয় সরকার বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার মহাচক্রান্তে লিপ্ত।
রিজভী বলেন, আমরা আবারও জোরালো দাবি করছি-কালবিলম্ব না করে এই মূহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দানুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। ঈদুল ফিতরের আগেই তাঁকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক।
এসময় ঈদের অাগে খালেদা জিয়ার মুক্তি চেয়ে এক দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচি অনুসারে বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৪ জুন) সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবে জেলা বিএনপি।
‘দলবাজ চিকিৎসক দ্বারা বেগম জিয়ার চিকিৎসা হবে না’ ‘দলবাজ চিকিৎসক দ্বারা বেগম জিয়ার চিকিৎসা হবে না’ Reviewed by news zone on June 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.