গত পাঁচ বছর আমরা কোনো ঘরোয়া বৈঠক করতে পারিনি। বর্তমান সরকারের মহাক্ষমতাধর এক নেতার (ওবায়দুল কাদের) সুবাদে এলাকায় গিয়ে সভা করা তো দূরের কথা, কোনো স্কুল, মাদ্রাসা বা ঘরোয়া পরিবেশে ঘরোয়া বৈঠক করতেও দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, রমজান মাস উপলক্ষে আমি নির্বাচনী এলাকায় ইফতার মাহফিল করতে এসেছি। আরও ৪-৫ দিন আমার নির্বাচনী এলাকায় থাকব। আমি বাইরে কোথাও কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারব না।
আমাকে বাড়ির মধ্যে থাকতে হবে। আমাকে বাড়ি থেকে বের হতেও দেবে না। কোনো নেতাকর্মীর সঙ্গে দেখা করতে পারব না। পুলিশ আমার সঙ্গে কাউকে দেখা করতে দেবে না।
সোমবার (১১ জুন) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ন্যূনতম কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। এ সরকার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না এবং করতে দিতে চায় না। কারণ তারা জানে এ সুযোগ যদি একবার জনগণকে দেয়া হয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জ থানার ওসি বলে দিয়েছেন- আপনি বাড়িতে অনুষ্ঠান করতে পারবেন কিন্তু বাইরে কোনো অনুষ্ঠান করতে পারবেন না।’ অথচ সোমবার সকালবেলা দেখি আমার বাড়ির ভেতরে ও সামনে পুলিশ পাহারা রয়েছে। কোনো নেতাকর্মীকে বাড়িতে আসতে দিচ্ছে না। পুলিশ বলেছে আমি না এলে নেতাকর্মীরা চাইলে ইফতার মাহফিল করতে পারবে। আমি থাকলে ইফতার মাহফিল, সভা-সমাবেশ করতে দেবে না।
তিনি আরও বলেন, রোববার রামপুর ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলের জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শামিয়ানা টানিয়েছিল। সকালবেলা পুলিশ গিয়ে সে শামিয়ানাটা ভেঙে দিয়েছে। শনিবার রাতে পুলিশ ইফতার মাহফিলের জন্য তৈরি করা চুলার মধ্যে পানি ঢেলে দিয়েছে।
এসময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটছে। এখন পর্যন্ত খালেদা জিয়ার বেসিক কতগুলো পরীক্ষা করার দরকার তা এখনও করা হয়নি। দুদিন আগে স্ট্রোক করার পরও এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে উপযুক্ত কোনো হাসপাতালে নেয়া হয়নি।
ব্যারিস্টার মওদুদ বলেন, আমার ৪৫ বছর রাজনৈতিক জীবনে এই প্রথম নিজ গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করছি। সকাল থেকে আমার বাড়িতে পুলিশ প্রহরা ছিল। বাড়ির সামনে, পেছনে, রাস্তায় পুলিশ ঘিরে রেখেছে যাতে করে আমার বাড়িতে কোনো নেতাকর্মী আসতে না পারে। এ জন্য আমি সংবাদ সম্মেলন করছি দেশে গণতন্ত্রের কি ধরনের পরিবেশ বিরাজ করছে, তা দেশের মানুষ জানুক।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন ছগির, উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সল,
সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, পৌরসভা ছাত্রদলের সভাপতি ওবায়দল হক রাফেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খোকন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সেলিম, কামাল উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
‘আমাকে বাড়ি থেকে বের হতেও দেবে না’
Reviewed by news zone
on
June 12, 2018
Rating:

No comments: