অান্তর্যাতিক ট্রাইবুনাল কতৃক কথিত যুদ্ধপরাধী মামলায় ফাঁসির সাজা প্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জনাব কাদের মোল্লা কে ১২ ডিসেম্বর ২০১৩ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদন্ড কার্যকর করা হয়।
মৃত্যের অাগে অাওয়ামীলীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির সাথে দেখা হয় একই কারাগারে থাকার সুবাদে দেখা ।
জামিন হওয়ার অাগে মিষ্টার রনিকে ছোট্ট একটি চিরকুটে শহীদ মোল্লা তার অবস্থান সম্পর্কে জানান পরবর্তিতে কাদের মোল্লার ফাঁসির পরে মিষ্টার রনী কাদের মোল্লার সেই ছোট্ট চিরকুটা তার ফেসবুক পাতায় প্রকাশ করেন..
নিচে সেই ছোট্ট চিরকুটে শহীদ মোল্লার বলা কথা গুলো তুলে ধরা হল…
প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো–
কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। কাদের মোল্লা।
ফাঁসির অাগে গোলাম মাওলা রনীকে একটা ছোট্ট চিরকুটে যা বলে গেলেন শহীদ কাদের মোল্লা
Reviewed by বার্তা কক্ষ
on
June 14, 2018
Rating:
