এই যে আপু রমজান মাস এত খোলা মেলা ভাবে চলছেন কেন, রোজা রাখেন নাই ?

.
–কি যে বলেন না ভাই, জিন্স প্যান্ট আর টি শার্ট পরা কি খোলা মেলা হলো ? আর রোজার কথা বলছেন ? রোজা রাখলে তো আমার এত সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাবে না । আমি তো ভাই মডার্ন মেয়ে ।
— হ্যালো স্যার রোজা রেখেছেন ??
.
— কি যে বলনা । অফিসে কত কাজ কত পরিশ্রম । কত বড় দিন আর গরম, এই গরমে রোজা রাখা যায় । এ সি টাও নষ্ট হয়ে গেছে । রোজা কিভাবে রাখি বল ?
— আসসালামু আলাইকুম ম্যাডাম । কি অবস্থা রোজা রেখেছেন ?
.
— নো বয় রোজা রাখি না শরীরটা সামান্য খারাপ, আর এত বড় সংসার মেন্টেন্ড করতে হয় কিভাবে রোজা রাখি বল । স্বাস্থ্যের দিকেও তো লক্ষ্য রাখতে হয় ।
— হায় ইয়াং বয় সারাদিন টই , টই করে কোথায় ঘুরে বেড়াও ? রোজা রেখেছ ?
.
— কি যে বলেন না বড় ভাই, এখন কি রোজা রাখার বয়স । আর একটু বড় হই তাছাড়া রোজা নামাজ তো হুজুর মোল্লাদের কাজ ।
— এই যে রিকশাওলা ভাই রোজা রেখেছেন ??
.
–জে ভাই রোজা রাখছি
.
— এই আগুনের মত গরমের ভিতরে রিকশা চালিয়ে রোজা রাখতে কষ্ট হয় না ?
.
— জ্বি ভাইজান সামান্য কষ্ট তো হয়ই কিন্তু এই কষ্ট না করলে তো জাহান্নামের বিশাল আগুনে জ্বলন লাগবো
— এই যে গার্মেন্টসের আপুরা তোমরা কি রোজা রেখেছ ?
.
–জ্বি ভাইয়া রোজা রাখছি
.
— এসি ছাড়া রুমে গরমের ভিতর এত পরিশ্রম করে কাজ কর রোজা রাখতে কষ্ট হয় না ?
.
— ভাইয়া… কবরের ভিতরে তো এসি নাই, সেই কথা তো স্বরন রাখা লাগব
— খালাম্মা ভালো আছেন ? আপনার শরীর তো খুব কাহিল লাগতেছে । রোজা রেখেছেন ?
.
— হ বাবা রোজা রাখছি
.
— আপনার না ডাইভেটিস, হাই প্রেসার , বাতের ব্যথা আরো কত রোগ । এছাড়া আপনার মধ্যবিত্ত সংসার কত গুলো ছেলে মেয়ে । শরীর খারাপ নিয়ে এত বড় সংসার মেন্টেন্ড করে রোজা রাখেন কিভাবে ?
.
— শরীর স্বাস্থ্য আর সংসারের চিন্তা করিনা, চিন্তা করি আখেরাতের । মরা তো লাগব এক দিন ।
— এই যে বাবু তুমি তো মাদ্রাসায় পড় । তোমার বয়স কত, তুমি কি রোজা রেখেছ ?
.
— আমার বয়স সাত বছর, হুজুর বলছে আট বছর থেকে রোজা রাখতে হয়, কিন্তু এখন থেকেই অভ্যাস করতেছি । আমরা তো মুসলমান তাই না ?
প্রিয় পাঠক এই হলো আমাদের মুসলিম দেশের চিত্র । পুথিগত শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না । মডার্ন মেয়ে, অফিসের স্যার , বাড়ির ম্যাডাম আর ইয়াং বয় সবাই শিক্ষিত সমাজের মানুষ কিন্তু প্রকৃত পক্ষে আপনি কাদের শিক্ষিত বলবেন ? ?

আমি তো বলি রিকশাওলা, গার্মেন্টসের মেয়েরা, অসুস্থ খালাম্মা আর ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া ছেলে তারাই বেশি শিক্ষিত কারণ তাদের ভিতর আছে ইসলামের আলো, আখেরাতের এবং আল্লাহ প্রতি ভয় । আছে মৃত্যু চিন্তা ।
আল্লাহ প্রতি সামান্য তম ভয় ঐসব হাজার শিক্ষিত নর নারী থেকে উত্তম ।
এই যে আপু রমজান মাস এত খোলা মেলা ভাবে চলছেন কেন, রোজা রাখেন নাই ? এই যে আপু রমজান মাস এত খোলা মেলা ভাবে চলছেন কেন, রোজা রাখেন নাই ? Reviewed by বার্তা কক্ষ on June 14, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.