সারাদেশে মাদকবিরোধী অভিযান চলছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীদের নিহতের খবর আসছে।
তবে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকার পরও কক্সবাজার-৪ টেকনাফ-উখিয়া আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না।
কেন বদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না-এই প্রশ্নের জবাবে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য বদির বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি।
বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছেও কোনও তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।
তিনি লিখেছেন- সরকারি তদন্তেই বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য আছে, এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ আছে কিন্তু প্রমাণ নাই। তিনি পাবলিককে প্রমাণ থাকলে জমা দিতে বলেছেন।
সরকারী তদন্ত তাহলে কেন করা হয়েছিল? অভিযোগ প্রমাণের দায় কেন জনগনের হবে? আপনারা সিন্দাবাদের ভুতের মত জবরদস্তি করে পাবলিকের ঘাড়ে চাইপা বসে আছেন আর দুর্বৃত্তকে রক্ষার জন্য সরকারি কর্তব্যকে উপেক্ষা করে পাবলিকের কাধে দায়িত্ব দিতে চান কেন?
আপনি কি পাবলিকের লগে মশকরা করেন মন্ত্রীমশাই?
উৎসঃ আস
‘আপনি কি পাবলিকের লগে মশকরা করেন মন্ত্রী মশাই?’
Reviewed by বার্তা কক্ষ
on
June 14, 2018
Rating:
