বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষায় অস্বীকৃতি জানিয়েছেন। আজ সকালে আইজি প্রিজনের নেতৃত্বে উর্ধ্বতন কারা কর্মকর্তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁর অসম্মতির কথা বলেন।
কারা সূত্রে এই খবর জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়া এসময় খুবই উত্তেজিত ছিলেন। বেগম জিয়া বলেছেন, ‘আমাকে তিল তিল করে মেরে ফেলার চেষ্টা চলছে।’
আজ সকালে আইজি প্রিজন, সিভিল সার্জনসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
গত শনিবার বেগম জিয়ার পছন্দের চার চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। ডা. এফ. এম. সিদ্দিকীর নেতৃত্বে এই চার সদস্যের টিম বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর কিছু টেস্টের সুপারিশ করেছেন।
কারা কর্তৃপক্ষকে দেওয়া চার পৃষ্ঠার প্রতিবেদনে তাঁরা বেগম জিয়ার রক্ত, এম. আর. আই. সহ ১৮টি পরীক্ষার সুপারিশ করেছে।
ঐ প্রতিবেদনে তাঁরা এই সব টেস্ট করার জন্য তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার সুপারিশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও চিকিৎসকদের প্রতিবেদনের কপিটি এসেছে।
সেই পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী, বেগম জিয়ার চিকিৎসকদের সুপারিশকৃত পরীক্ষাগুলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করার নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী, গতকালই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে প্রস্তুতি নিতে বলা হয়।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বাংলাদেশে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল। এই হাসপাতালে যেসব সুযোগ-সুবিধা আছে, বাংলাদেশে অন্য কোনো হাসপাতালে তা নেই।’
তিনি বলেন, আমরা এর আগেও বেগম জিয়ার যেসব পরীক্ষা করেছি, তাঁর রিপোর্ট সঠিক ছিল। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হলে, সে রিপোর্টও সঠিক হবে।’
কিন্তু বেগম খালেদা জিয়া কারা কর্মকর্তাদের বলেছেন, বঙ্গবন্ধুর চিকিৎসায় তাঁর আস্থা নেই। সেখানে তিনি যেতে চান না। একমাত্র ইউনাইটেড হাসপাতালেই তিনি চিকিৎসার জন্য যেতে রাজি।
কাল সকালে আবার কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন কারাগারের উর্ধ্বতন একজন কর্মকর্তা। বেগম জিয়া রাজি থাকলে তাঁকে আগামীকালই কারাগার থেকে পরীক্ষার জন্য বঙ্গবন্ধুতে নিয়ে যাওয়া হবে।
বাংলা ইনসাইডার
‘আমাকে তিল তিল করে মারা হচ্ছে’
Reviewed by বার্তা কক্ষ
on
June 12, 2018
Rating:

No comments: