প্রায় বছরখানেক পর হাতে কলম নিলাম। পরাধীন দেশে কোথায় বা লিখবো, আর সেটা পড়বেই বা কে?
এক বছর আগে সাংবাদিক সংগঠন বিএফইউজের বার্ষিক প্রকাশনায় একটা নাতিদীর্ঘ লেখা দিয়েছিলাম।
এবারও ওদের আগ্রহেই কালি-কলমের এই অর্থহীন ব্যবহার। লেখার শুরুতেই তারিখটা বলে রাখি। আজ ৯ই ফেব্রুয়ারী, ২০১৮।
ঢাকা শহরের নাজিম উদ্দিন রোড়ের অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, পরিত্যক্ত, জেলখানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক রাত কাটানো হয়ে গেছে।
উনিশ শতকের নির্মিত সেই খন্ডহরে তিনিই একমাত্র বন্দী। ক্ষমতাসীন, অবৈধ সরকারের বংশবদ আদালতে এক ভুয়া, জালিয়াতিমূলক মামলায় তাকে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে। গতকাল থেকেই মনটা বড়ই বিক্ষিপ্ত।
দিল্লির তাবেদারির অধিন ভূখন্ডের আদালত, পুলিশ, কারাগার, সরকার, সেনাবাহিনী এবং সর্বোপরি ভয়ে কুঁকড়ে যাওয়া মানুষদের অসহায়ত্ব নিয়ে এত কথা জমে আছে যে, কোন বিষয়ে গুছিয়ে লেখা আমার সাধ্যাতীত। পাঠক নিজগুনে এই অগোছালো লেখাকে ক্ষমা করবেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারেরর অভিযোগ তিনি নাকি জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন যা কিনা শেখ হাসিনার ভাষায় এতিমের টাকা মেরে খাওয়া।
ভারতের সাবেক রাষ্ট্র্রপতি প্রনব মুখার্জীর অধিনস্ত বাংলাদেশের সামরিক কর্তা, খর্বকায় জেনারেল মইনের এক এগারোর প্রচ্ছন্ন সামরিক সরকার (Quasi-military regime) ভুয়া মামলাটি এক দশক আগে দায়ের করেছিল।
এই দূর্ভাগা দেশের সাবেক সেনাপ্রধান যে প্রনব মুখার্জীর হুকুমে চলতেন সেই তথ্য প্রবীণ কংগ্রেসী নেতা তার রাজনৈতিক আত্মজীবনী মূলক বইয়ে (The Coaliton Years, c„ôv 114-115) কোন রাখডাক না করেই প্রকাশ করেছেন।
খালেদা জিয়াকে নিয়ে মাহমুদুর রহমানের সেই কলাম : বন্দী শিবিরে একজন
Reviewed by বার্তা কক্ষ
on
June 17, 2018
Rating:

No comments: