আমি একদিন কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইনজীবীগণ সাক্ষাত করতে গেলে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। সুপ্রীম কোর্টের মহামান্য আপীল বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করলে আমার রিভিউ আবেদন গৃহীত হবে। আমি বেকসুর খালাস পাব। ইনশাআল্লাহ।’

আজ বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, সাইফুর রহমান, পারভেজ হোসেন এবং আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেলোয়ার হোসাইন সাঈদীর সাথে সাক্ষাত করতে যান। 

পরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলার তালিকায় আল্লামা সাঈদীর রিভিউ আবেদনটি শুনানীর জন্য আসলে আইনজীবীগণ আইনী পরামর্শের জন্য তার সাথে সাক্ষাত করেন।

দেলোয়ার হোসাইন সাঈদী রিভিউ আবেদনের জন্য আইনজীবীদেরকে আইনী প্রস্তুতি নিয়ে কোর্টে তার পক্ষে যুক্তি তুলে ধরার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

তিনি বলেন, আপীল বিভাগের ৫জন বিচারপতি আমার আপীল মামলায় তিন ধরনের রায় দিয়েছেন। একজন বিচারপতি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একজন বিচারপতি খালাস দিয়েছেন।

 তিনজন বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে একই মামলায় তিন ধরনের রায় নজীরবিহীন। এ থেকেই প্রমাণিত হয় যে, আমি ন্যায়বিচার পাইনি।

সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে আমি রিভিউ আবেদন করেছি। তিনি আশা প্রকাশ করে বলেন, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং আমার রিভিউ আবেদন গৃহীত হবে। 

আমি বেকসুর খালাস পাব এবং কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে সালাম জানাই এবং আমার প্রিয় দেশবাসীর নিকট দোয়া চাই।
আমি একদিন কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ আমি একদিন কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ Reviewed by বার্তা কক্ষ on June 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.