ছিলেন পোষা বিড়াল, হয়ে উঠলেন সিংহ !


সাবেক এ বিচারপতি বলেন, প্রধান বিচারপতি হওয়ার পর এসকে সিনহা গর্জে উঠলেন। ছিলেন বিড়াল, হয়ে উঠলেন সিংহ। তিনি নিয়মিত রাজনৈতিক বক্তব্য দেয়া শুরু করলেন।

একজন দুর্নীতিবাজ বিচারপতিকে বাঁচাতে তিনি দুদকে চিঠি দিলেন, যে বিচারপতি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরে ওই স্থানের মাটির ঘ্রাণ নিয়ে বলেছিলেন, এটা ভারতের কাজ। প্রধান বিচারপতি এটা করতে পারেন না।

এটাও একটি অপরাধ। তিনি নিজেও দুর্নীতিবাজ। তার দুর্নীতির খবর এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, আরও হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বর্তমান রাজনীতিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। টাকার কাছে জিম্মি হয়েছে রাজনীতি। রাজনীতি হচ্ছে দুর্নীতিবাজ ও লুটেরাদের জন্য।

তিনি আরও বলেন, ‘মানুষ পুড়িয়ে মেরেছেন শেখ হাসিনা, নাম হয়েছে খালেদা জিয়ার। আর এটা খালেদা জিয়া জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।’ তিনি রোহিঙ্গাদের উদ্দেশ করে বলেন, আল্লাহ তুমি রোহিঙ্গাদের রক্ষা কর। বাংলাদেশে তাদের জায়গা না হলে আরেকটা পৃথিবী সৃষ্টি করে রোহিঙ্গা মুসলমানদের তুমি রক্ষা কর।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হাতীবান্ধা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে সভাপতি ও মীর জুলফিকার শামীমকে সাধারণ সম্পাদক করে সখীপুর উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
ছিলেন পোষা বিড়াল, হয়ে উঠলেন সিংহ ! ছিলেন পোষা বিড়াল, হয়ে উঠলেন সিংহ ! Reviewed by বার্তা কক্ষ on June 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.