ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বদনাম হলেও ফের কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আব্দুর রহমান বদি। সরকারদলীয় এই সংসদ সদস্য জানিয়েছেন,
তিনি ছাড়া আর কেউই টেকনাফ-উখিয়ায় নৌকা প্রতীককে বিজয়ী করতে পারবে না। অভিযোগ রয়েছে ইয়াবা ব্যবসায়ীদের শীর্ষ পৃষ্ঠপোষক আব্দুর রহমান বদি। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন
কক্সবাজারের সরকারদলীয় এই সংসদ সদস্য। তবে, বদনাম বেশ উপভোগ করছেন তিনি। বলছেন, দশ বছর ধরে টেকনাফ-উখিয়াবাসীর গোলামি করছেন তিনি। তাই যতোই সমালোচনা হোক, বদির দাবি,
কক্সবাজার-চার আসন ধরে রাখতে হলে নৌকা প্রতীক দিতে হবে তাকেই। আব্দুর রহমান বদি বলেন, ‘আলোচনা-সমালোচনা আছে বলেই আমি বেঁচে আছি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমাকে বাঁচিয়ে
রেখেছেন। আমার জনপ্রিয়তা অনেকগুনে বাড়িয়ে দিয়েছেন।’ আরো পড়ুন>> সুদের হার না কমালে কর ছাড় পাবে না ব্যাংক: এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ
হোসেন ভূঁইয়া বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতে করপোরেট কর কমানোর যে প্রস্তাব করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে কম সুদে ঋণ না দিলে সেই সুবিধা তারা পাবে না। বৃহস্পতিবার
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) এক সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসে এ কথা বলেন এনবি আর চেয়ারম্যান। তিনি বলেন, “ব্যাংকগুলো লাকি যে তাদের কর হার কমানো
হয়েছে। তবে লেন্ডিং রেট ঠিক না রাখলে ব্যাংকগুলো এই বেনিফিট পাবে না।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৭ জুন জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি
টাকার যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এমসিসিআই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অর্থমন্ত্রী এবারের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক
প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করেছেন। আর অনিবন্ধিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪২ দশমিক ৫ শতাংশ
থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন। তার এ প্রস্তাবের পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। সিপিডি বলেছে, ব্যাংক খাতের বিদ্যমান ‘নৈরাজ্যের’ সমাধান না করে এ ধরনের সুবিধা দেওয়া উচিৎ
হবে না। আর টিআইবি একে বলছে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’। ব্যাংকের সুদ হারের সঙ্গে তাদের করপোরেট করের হার সরকার কীভাবে সমন্বয় করবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি এনবি আর চেয়ারম্যান।
এমসিসিআইয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপনারা দেখেছেন, ব্যাংকগুলো ইতোমধ্যে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে।”
বদি এতই ক্ষমতাবান?? জিততে হলে মনোনয়ন দিতে হবে আমাকেই: বদি
Reviewed by বার্তা কক্ষ
on
June 21, 2018
Rating:

No comments: