নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চাইবে বিএনপি


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ৩০ জুন তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। ঢাকায় সফরকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে

একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠকে সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চাইবেন বিএনপি নেতারা। আসন্ন সিটি



নির্বাচনেও বিদেশি পর্যবেক্ষক চায় বিএনপি। বিএনপির হাইকমান্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের অবস্থা জানতে ৩০ জুন তিন দিনের সফরে

বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও জাতিসংঘ মহাসচিব সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। জাতিসংঘ মহাসচিব হিসেবে



আন্তোনিও গুতেরেসের এটা প্রথম বাংলাদেশ সফর। তবে ২০০৮ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রধান হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন তিনি। সূত্র: যুগান্তর
নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চাইবে বিএনপি নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চাইবে বিএনপি Reviewed by বার্তা কক্ষ on June 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.