বিএনপি নয়, মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে : ফখরুল


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, পরাজিত হয়েছে গণতন্ত্র, পরাজিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

উপস্থিত বিএনপির কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি, এ নির্বাচনে আপনাদের জয় হয়েছে। আমার বিশ্বাস ছিল, এ আসনে বিএনপি জয়ী হবে। কিন্তু সেটা হতে দেয়নি বর্তমান সরকার ও রাষ্ট্রযন্ত্র- রাষ্ট্রযন্ত্রের প্রথমজন থেকে ভোটকেন্দ্রের আনসার সদস্য পর্যন্ত সবাই।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, পয়গাম আলী, আফাজ উদ্দীন ভুইয়া, আনছারুল হকসহ অনেকে।

সূত্রঃ গো নিউজ২৪
বিএনপি নয়, মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে : ফখরুল বিএনপি নয়, মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে : ফখরুল Reviewed by বার্তা কক্ষ on January 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.