বগুড়ায় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাক বিতণ্ডার খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সাইফুল)।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ এবং ছবি প্রকাশের পর হাতে লেখা একটি বিবৃতিতে প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা। তিনি এতে লেখেন, ‘বগুড়ায় নেতার সাথে বাগবিতন্ডায় মির্জা ফখরুল শীর্ষক খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এ ধরনের ভিত্তিহীন খবর পরিবেশন থেকে বিরত থাকার আহব্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘বিএনপির মহাসচিব একজন সম্মানিত ব্যক্তি। উনার সাথে বাকবিতণ্ডা করার কোন প্রশ্নই আসে না।
উনাকে (ফখরুল) আমরা সবাই শ্রদ্ধা করি। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। উনাকে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে তাহা সঠিক নহে।’
জানা গেছে, বগুড়া শহরতলির মমো ইন হোটেলের লিফটে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেন মির্জা ফখরুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের কোন্দল আরও বেড়েছে।
লিফটের মধ্যে মহাসচিবের সামনেই সাইফুল ও চাঁন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে। তখন ফখরুল ইসলাম সভাপতি সাইফুলকে নিবৃত করেন। তবে এবিষয়টি সাইফুলের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
তীব্র নিন্দা জানালেন সেই বিএনপি নেতা সাইফুল
Reviewed by বার্তা কক্ষ
on
January 23, 2019
Rating:

No comments: