অত্যাচার-নির্যাতন করে বৃটিশ, পাকিস্তান শাসকগোষ্ঠীসহ কোনো স্বৈরাচারই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ধৈর্য্য ধরেন, ঐক্যবদ্ধ থাকেন, সাহস রাখেন। হাসিনা বা আওয়ামী লীগ পারবেনা।
১৮ কোটি মানুষের কাছে তারা ডাকাত, চোর, স্বৈরাচারি হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু দেশে নয় বিদেশেও একই পরিচিতি পেয়েছে। এরাও থাকবেনা, সময়ের ব্যাপার, এদেরকে যেতে হবে, হবেই হবে। ইনশাআল্লাহ।”
বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার পূর্ব লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুসসহ অনেকে।
‘কোনো স্বৈরাচার টিকেনি, হাসিনাও টিকতে পারবেনা’: লন্ডনের সভায় তারেক রহমান (ভিডিও সহ)
Reviewed by বার্তা কক্ষ
on
January 24, 2019
Rating:
