এর মধ্যে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে এবং আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা ব্যতীত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ভুয়া ভোটের সরকারের চাহিদা মেটাতে গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করতে দুর্নীতি দমন কমিশন কাজ করছে।
আর সেটির নির্মম শিকার হয়েছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অসংখ্য নেতাকর্মী।
তিনি আরো বলেন, দুদক সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে।
এই দুদক আইনী নিয়ম-কানুন কিছুই না মেনে আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশেই দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে আটকে রাখতে মামলা সাজিয়েছে। বিরোধী শক্তিকে দমন করতে আওয়ামী অবৈধ গোষ্ঠীর একটি হাতিয়ার হলো বর্তমান দুর্নীতি দমন কমিশন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা
Reviewed by বার্তা কক্ষ
on
February 04, 2019
Rating:
