‘ভারতের বাহাদুরী শুধু বলিউড সিনেমায়, নিজেদের টিভিতে আর বাংলাদেশের সীমান্তে’- ড. আসিফ নজরুল তার ফেসবুকে এ মন্তব্য করেন।
এছাড়া আজকের নির্বাচন নিয়ে তিনি লিখেছেন, “পত্রিকার কিছু প্রতিবেদন আর ছবি দেখে মনে হলো মেয়র নির্বাচনে বহু কেন্দ্রে পড়েছে এক/দুই শতাংশ-এর মতো।
এখন দেখা যাক নির্বাচন কমিশন এটাকে কতো শতাংশ বাড়িয়ে দেখায়!”
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা: আফ্রিদি, সৌরভ গাঙ্গুলী, ওয়াসিম আকরামরা যা বলছেন পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত সেখানে নিজ নিজ জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন দুই দেশের ক্রিকেটাররাও।
শুধু বর্তমান ক্রিকেটার নন কিংবদন্তীরাও এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত ও সমর্থনের কথা জানাচ্ছেন। অনেক ক্রিকেটার নিজ নিজ দেশের বাহিনীর প্রশংসা করে লিখেছেন।
অনেকে শান্তির বার্তা দেয়ার চেষ্টা করেছেন। পাকিস্তানি ক্রিকেটাররা কী বলছেন? ওয়াসিম আকরাম, যিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। যুদ্ধের দামামা বন্ধের আহ্বান জানিয়ে দুই দেশকে এক হতে বলেন ওয়াসিম।
তিনি বলেন, “ভারত ও পাকিস্তান কেউ কারো শত্রু না, তাদের শত্রু আমাদের শত্রু। কত রক্ত গেলে আমরা বুঝবো যে আমরা একই যুদ্ধে অংশ নিচ্ছি। এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের হাত মেলাতে হবে।”
পাকিস্তানের মোহাম্মদ হাফিজও শান্তির আহ্বান জানান।
তিনি লেখেন, “শান্তি, শান্তি, শান্তি।”
পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন, তারা শত্রুপক্ষের প্রতি তাদের আচরণের প্রশংসা করেন।
“পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ওপর গর্ব হয়, এভাবেই আমরা শত্রুদের আপ্যায়ন করি। ভারত যুদ্ধ নিয়ে যে হিস্টেরিয়া তৈরি করেছে সেটা বন্ধ হোক। আমরা জাতিগতভাবে শান্তি পছন্দ করি এবং আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান যে যৌথ সংলাপের কথা বলেছেন সেটাই একমাত্র সমাধান,” টুইটারে লিখেছেন শহীদ আফ্রিদি।
ভারতীয় ক্রিকেটাররা কী বলছেন?
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের টুইটার পোস্ট।
শচীন ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করে একটি পোস্ট দেন।
সৌরভ গাঙ্গুলীর পোস্ট মূলত শচীন টেন্ডুলকারের সাথে তার সম্পর্ক ঠিক আছে এমন ব্যাখ্যা দিয়ে দেন।
এরপর শচীনও একটি বক্তব্য দেন যে দেশের প্রয়োজনে যেটা সেরা সেটাই ভাবেন দুজন।
“গণমাধ্যমের অনেক মানুষ আমার বক্তব্যকে শচীনের বিরুদ্ধে নেয়ার চেষ্টা করছে যখন আমি বলেছি ‘আমি বিশ্বকাপ চাই’ আমার এই কথা শচীনের বক্তব্যের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় ২৫ বছর ধরেই সে আমার অন্যতম সেরা বন্ধু ছিল আছে থাকবে,” লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ।
তবে এর আগে পাকিস্তানে যখন ভারতীয় বায়ুসেনা হামলা চালায় তখন বেশ সোচ্চার ছিলেন গৌতম গম্ভীর।
তিনি লেখেন, “এখনই সময়, আমরা স্থান ঠিক করে ফেলেছি আমরা ভাগ্যও নির্ধারণ করেছি।”
এছাড়া হরভজন সিং, মোহাম্মদ কাইফ, শেখর ধাওয়ানরা ভারতীয় বায়ুসেনার প্রশংসা করে পোস্ট দেন টুইটারে।
আর ইরফান পাঠান লেখেন, “উইং কমান্ডার আভি নান্দান আমাকে গর্বিত করে, যেভাবে কোনো মব্দ উচ্চারণ না করেই সে যে শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছেন। আমি আশা করবো সে নিরাপদে বাড়ি ফিরবে।”
বিবিসি বাংলা
যদি একটা ভোটও পড়তো! আক্ষেপ নির্বাচন কর্মকর্তার
মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে মোট চারটি কেন্দ্র। ১৪৭ নং কেন্দ্রটি মহিলাদের। এ কেন্দ্রে মোট চারটি বুথ। এরমধ্যে দু’টি বুথে কোনো ভোটই পড়েনি। আর দু’টির একটিতে দু’টি, একটিতে ১০টি ভোট পড়েছে ।
কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার। রুম ছেড়ে অন্যদের নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় থাকছেন একটি ভোটও যদি তার ব্যালট বাক্সে পড়ে।
কিন্তু ঘরির কাটা দুপুর ২টা রেখা অতিক্রম করলেও কোনো ভোটার ভোট দেয়নি তার বুথে। এরইমধ্যে রাস্তা থেকে নারীকে আসতে দেখে ভেবেছিলেন তার ভোট শূন্যতা কাটবে।
কিন্তু তিনিও অন্য বুথের ভোটার। হতাশা নিয়ে এ সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, ভাই যদি একটা ভোটও পড়তো। লজ্জায় কিছুই বলতে ইচ্ছে করে না। আর দুই ঘণ্টায় যদি একটা দুটোও ভোট পড়তো। এমন নির্বাচন আর কখনোই দেখিনি। একই চিত্র এ স্কুলের প্রায় সবগুলো কেন্দ্রের কক্ষগুলোয়। কোথাও একটি, দু’টি, আবার কোনটায় ভোট শূন্য।
১৪২,১৪৩, ১৪৪, ১৪৫ ও ১৪৬ কেন্দ্রের বুথ গুলোয় পুরুষদের ভোট কিছু পড়লেও নারীদের ভোট একেবারে নাই। তারা বাকি সময় আসবে কিনা তাও বলতে পারছেন না ১৪৬নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভুবেনেশ্বর মজুমদার ।
তিনি বলেন, ভোটার কেনো আসছে না আপনারাই দেখতে পাচ্ছেন। সময় শেষের দিকে, হয়ত কিছু ভোট বাড়তে পারে বলে আশা করছি।
-ফেসবুক থেকে নেয়া
ভারতের বাহাদুরী শুধু বলিউড সিনেমায়, নিজেদের টিভিতে আর বাংলাদেশের সীমান্তে: আসিফ নজরুল
Reviewed by বার্তা কক্ষ
on
February 28, 2019
Rating:
Reviewed by বার্তা কক্ষ
on
February 28, 2019
Rating:

No comments: