রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী

সিটি নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সিলেট সিটির প্রার্থীর নাম ঘোষণা করা হবে সোমবার। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে- দলীয় কোন্দলের কারণে সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র আরিফুল হক।

এদিকে ইতোমধ্যে তিন সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান আর বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছে দলটি।
রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী Reviewed by বার্তা কক্ষ on June 24, 2018 Rating: 5

Post Comments

Powered by Blogger.